Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ফরিদপুর সদর উপজেলায় মৎস্য বিভাগের কার্যক্রম নিম্নরূপঃ

 

নদী মাতৃক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান/ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ন ও সম্ভবনাময়।

জাতীয় অর্থনীতিতে এ সম্ভবনা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। ফরিদপুর সদর উপজেলার জনসাধারণের প্রানীজ আমিষের

চাহিদা মিটানো দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন মৎস্য চাষ সম্প্রসারণ কার্যক্রম।

 

সম্প্রসারণ কার্যক্রমঃ মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পুকুর মালিক, মৎস্যচাষী ও উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সহ আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের প্রযুক্তিগত পরামর্শ সেবা কারিগরি সহায়তা এবং তাদেরকে আধুনিক মৎস্য চাষ ও  ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন কার্যক্রমঃ নদ-নদী, খালে বিলে ও অন্যান্য জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেনির্বিচারে ছোট মাছ/পোনা মাছ আহরণ/বিপনন বন্ধ করার জন্য মৎস্যজীবী/জেলেদের সচেতন করার পাশাপাশি মৎস্য রক্ষা ও  সংরক্ষণ আইন/১৯৫০ এর বিভিন্ন কার্যক্রম পর্যালোচনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা।

 

প্রশিক্ষণ কার্যক্রমঃ মৎস্য অধিদপ্তরের রাজস্ব ও প্রকল্প খাতের আওতায় মৎস্যচাষী,পুকুর মালিক, মৎস্যজীবী/মৎস্য ব্যবসায়ী,মৎস্য খাতে সংশিস্নষ্ট  সুফলভোগী ও উদ্যোক্তাদের বিভিন্ন প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমন-

# রুই জাতীয় মাছের মিশ্রচাষ।

# গলদা চিংড়ি ও রুই জাতীয় মাছের মিশ্রচাষ।

# পাঙ্গাস মাছের একক ও মিশ্র চাষ।

# মনোসেক্স তেলাপিয়া মাছের একক চাষ ও মিশ্রচাষ।

# শিং, মাগুর ও কৈ মাছের চাষ ব্যবস্থাপনা পোনা পরিচর্যা।

# মাছের বিভিন্ন রোগ ও তার প্রতিকার মাছ চাষের বিভিন্ন সমস্যা ও তার সমাধান ইত্যাদি।

# মাছের স্বাস্থ্য ব্যাবস্থাপনার মাছ/ চিংড়ির রোগ বালাই ও তার প্রতিকার।

# ঘেরে/ খাচায় মাছ চাষ ।

# সমাজ ভিত্তিক মাছ চাষও ব্যবসত্মাপনা ।

# মৎস্য সংশিস্নষ্ট আইন ও বিধিমালা বিষয়ক উদ্বুদ্ধকরণ ।

 

পোনা মাছ অবমুক্তি কার্যক্রমঃ&উপজেলার বিভিন্ন বর্ষাপস্নাবিত ধান ক্ষেত ও প্লাবন ভূমিসহ সরকারী/বেসরকারী/প্রাতিষ্ঠানিকপুকুর/জলাশয়ে মৎস্য বিভাগের রাজস্ব খাত ও বিভিন্ন প্রকল্প খাত হতে রম্নই জাতীয় মাছের পোনা এবং দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা যেমন-কৈ,শিং,টেংরা,পুঁটি,টাকি প্রভৃতি অবমুক্তি কার্যক্রম বাসত্মবায়ন করা ।

 

বিভিন্ন প্রকল্প বাসত্মবায়নঃ বৃহত্তর ফরিদপুর জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায়ঃ মৎস্য চাষীদের প্রশিক্ষণ, জলাশয় পুনঃখনন ও পোনা মাছ অবমুক্ত করা।

 

অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়ঃ সেলাইমেশিন, সাইকেল ও ছাগল বিতরণ করা হয়েছে।

 

দেশীয় প্রজাতির ছোট মাছ মৎস্য সংরক্ষণ প্রকল্পের আওতায়ঃ দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা অবমুক্ত করা হইয়াছে।

 

জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায়ঃ  বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সিআইজি মৎস্য চাষীদের সহ লিফদের প্রশিক্ষণপ্রদান করা।তা ছাড়া এ সকল প্রকল্পের আওতায় স্থানীয় বিভিন্ন সরকারী/বেসরকারী/প্রাতিষ্ঠানিক জলাশয় যেমন- বরোপিট/পুকুর/জলাশয় পুনঃখনন ও উন্নয়ন কার্যক্রম চলমান আছে।

 

মৎস্য অভয়াশ্রম কার্যক্রমঃ  উপজেলার বিভিন্ন নদ-নদী, বিলে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের আবাসস্থল তৈরী, যাতে মৎস্য প্রজনন কার্যক্রম  নির্বিঘ্নে  নির্দিষ্ট এলাকায় মাছ ধরা থেকে বিরত রাখা হয়। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়।

 

বিল নার্সারী কার্যক্রমঃ উপজেলায় বিভিন্ন বিল/ পস্নাবন ভূমিতে রুই জাতীয় ও দেশীয় প্রজাতির ছোট মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন  বিল নার্সারী কার্যক্রম পরিচালনা করার সুযোগ আছেন।

 

বিকল্প কর্মসংস্থান কার্যক্রমঃ বিভিন্ন প্রকল্পে আওতায় দরিদ্র জেলে/মৎস্যজীবি/মৎস্যচাষীদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্যউপকরণ সহায়তা যেমন- সেলাই মেশিন, বেড়জাল প্রভৃতি প্রদান করা হয়েছে। বিকল্প আয় বর্ধক কার্যক্রমের জন্য নির্বাচিত মৎস্যজীবিদের প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

 

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষা কার্যক্রমঃ  ইলিশ উৎপাদন বৃদ্ধির অন্যতম কৌশল হচ্ছে জাটকা সংরক্ষণ ও মা ইলিশরক্ষা।জাটকা রক্ষার গুরম্নত্ব সম্পর্কে গনসচেতনতা সৃষ্টি মোবাইল কোট পরিচালনা করা,জাটকা রক্ষার অভিযান পরিচালনা কার্যক্রম বাসত্মবায়ন করা। প্রতি বছর নভেম্বর হতে জুন মাস পর্যমত্ম সময়ের মধ্যে ১০ ইঞ্চি এর ছোট ইলিশ তথা জাটকা মাছ ধরা, বিক্রয়, পরিবহন,মজুদ প্রভৃতি থেকে বিরত রাখার কার্যক্রম ব্যবস্থা নেয়া।মা ইলিশ রক্ষার পাশাপাশি ইলিশ অভয়াশ্রম স্থাপন ও ইলিশ প্রজনন ক্ষেত্র সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা।

 

জেলেদের পরিচয় পত্র প্রদান কার্যক্রমঃ  উপজেলার প্রকৃত জেলেদের শনাক্ত করে নিবন্ধন করা ও পরিচয়পত্র প্রদানকার্যক্রম বাসত্মবায়ন করা।